
এস আই হাবীব,পলাশবাড়ী (গাইবান্ধা) :
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সাহেদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ,জেলা পরিষদ এর সহযোগিতায়, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নীতিবান শিশু, সুখি বাংলাদেশ’ পাইলট প্রকল্প সমাপনী অনুষ্ঠানে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোয়াজ্জেম আহমদ । এতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পাইলট প্রকল্প ‘ উপজেলা এবং জেলা উভয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে সাহেদার রহমান সাহেদ।
গাইবান্ধা জেলা প্রশাসক মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিক একটি স্বীকৃতি পত্র এবং সম্মাননা স্মারক স্বরূপ ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক সাহেদার রহমান এই প্রতিবেদককে বলেন বলেন, জেলার পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। এই অর্জন আমাকে সামনের দিনে এই ধরনের কার্যক্রমে আরও বেশি উদ্বুদ্ধ করবে।
আমি যেন এভাবেই কাজ করে যেতে পারি,এ কৃতিত্বের জন্য মহান আল্লাহ প্রতি অশেষ কৃপা, প্ৰিয়সহকর্মীদের সহযোগিতা, শিক্ষার্থী ও অভিভাবকগণের ভালবাসা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সমার্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।