মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া শাজাহানপুরের বি- ব্লক ফ্লাইওভারে প্রতিনিয়ত ছি'ন'তাইয়ের অ'ভিযোগ পাওয়া যাচ্ছে। এলাকাবাসীর দাবি, ভোরের দিকে চার থেকে পাঁচজন যুবক দেশীয় অ'স্ত্র—যেমন রা'ম'দা ও চা'কু—দেখিয়ে পথচারীদের লক্ষ্য করে ছিনতাই করছে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি ক্যান্টনমেন্ট এলাকা হওয়ায় এমন অ'পরাধমূলক কার্যক্রম অত্যন্ত দুঃখজনক এবং উ'দ্বে'গজনক। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থীরা এবং ভোরে বাজারে যাওয়া পথচারীরা এই রাস্তাটি ব্যবহার করেন, ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
“ভুক্তভোগী আব্দুল কাফি নামে এক ব্যক্তি জানান, বগুড়ামুখী রাস্তায় যাওয়ার সময় চার–পাঁচজন যুবক দেশীয় অস্ত্রের মুখে পথরোধ করে তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছি'নি'য়ে নিয়ে পালিয়ে যায়।”
পথচারীদের উদ্দেশে সতর্ক বার্তায় বলা হচ্ছে—
যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন, বিশেষ করে ভোরের দিকে, দয়া করে অত্যন্ত সাবধানে চলাফেরা করবেন এবং প্রয়োজনে কাছাকাছি নিরাপত্তা কর্তৃপক্ষকে অবহিত করুন।