
মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে বিদেশি প্রযুক্তির তৈরি একটি ধারালো চাকুসহ মো. সোয়াইব (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের ঘাসিড়া নওদাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খলিসাকান্দি গ্রামের মতিয়ার রহমান পিন্টু এলজিপি ইটভাটার প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ ।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম জানান, রাতের টহলকালে দুবলাগাড়ী বাজার থেকে মোস্তাইলমুখী পাকা সড়কে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে সোয়াইবকে থামানো হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি ধারালো চাকু উদ্ধার করা হয় ।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত চাকুসহ সোয়াইবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।