1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি শামীম কাসারি লিংকন! শাজাহানপুরে  টাইগার  সিমেন্টের সৌজন্যে  নির্মাণ শিল্পীদের মিলন মেলা অনুষ্ঠিত!  গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু! শাহজাহান চৌধুরীর গ্রেপ্তার চায় বিএনপি, জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত! গোবিন্দগঞ্জে প্রতারণার ফাঁদ পাততে গিয়ে ধরা খেলেন প্রতারক! রাফির জানাযায় হাজরো মানুষের চোখের জল: জ্ঞান ফিরেই মা শুনলেন একমাত্র  ছেলে রাফির মৃত্যু সংবাদ! বগুড়া শহর মহিলা দলের ১৫ নং ওয়ার্ড কমিটি নিয়ে বিরোধ: ব্যক্তিগত সিদ্ধান্তে বিলুপ্তি ঘোষণার অভিযোগ, আগের কমিটি বহাল! ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় শাজাহানপুরে বাড়ছে দুর্ঘটনা! শাজাহানপুরে বিদেশি ধারালো চাকুসহ যুবক আটক! বগুড়া-৬ আসনে তারেক রহমানকে প্রার্থী মনোনয়নে তৃণমূলে উচ্ছ্বাস!

গোবিন্দগঞ্জে প্রতারণার ফাঁদ পাততে গিয়ে ধরা খেলেন প্রতারক!

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান, গোবিন্দগন্জ(​গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকের শাখায় গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামের এক প্রতারককে আটক করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

​আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি পেশায় রংপুর সদরের একটি গরুর খামারের তত্ত্বাবধায়ক।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কোচাশহর এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। সেসময় ব্যাংকে ওত পেতে থাকা রফিকুল ইসলাম এগিয়ে এসে ‘টাকায় জাল নোট আছে’—এমন মিথ্যা দাবি করেন। টাকা যাচাই করে দেওয়ার ভান করে তিনি ডা. তোফাজ্জলের হাত থেকে টাকাগুলো নেন এবং সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

আজ রবিবার সকালে আবারও একই উদ্দেশ্য নিয়ে ব্যাংকে প্রবেশ করেন রফিকুল। কিন্তু আগের ঘটনার পর থেকেই ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে তার চেহারা শনাক্ত করে রেখেছিল। আজ তাকে ব্যাংকের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেই চিনতে পারেন নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রাখা হয়।

​পরবর্তীতে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মেলায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

​কর্তৃপক্ষের বক্তব্য

গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, “সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা ব্যাংকে নজরদারি জোরদার করেছিলাম। আজ তাকে পুনরায় দেখে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আমরা গ্রাহকদের ব্যাংকে লেনদেনের সময় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আটক রফিকুল ইসলাম একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট