
স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে নির্যাতিত, জনসম্পৃক্ত ও ত্যাগী নেতাদের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিএনপির হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চারমাথা মোড়ে ঢাকা রংপুর মহাসড়কে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে, এতে যানজট সৃষ্টি হলে ওসি বুলবুল ইসলাম পরিস্থিতি স্বাভাবিক করেন।
বিক্ষোভকারীরা স্লোগান দেন প্রার্থী পরিবর্তন চাই, ত্যাগীদের মনোনয়ন দিতে হবে, ১/১১ সংস্কারপন্থী মানি না।
গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে বক্তারা তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান এবং বিগত ১৬ বছর ধরে নির্যাতিত ও জনপ্রিয় নেতাদের মধ্য থেকে প্রার্থী দেওয়ার আহ্বান জানান।