
এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বগুড়ায় জনাব তারেক রহমান কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বগুড়া সদর উপজেলার মাটিডালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন,“তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন একজন নেতৃত্ব। তাঁর জন্মদিনে এমন মানবিক আয়োজন প্রমাণ করে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে। একই সঙ্গে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, যেন তিনি দ্রুত জাতির নেতৃত্বে ফিরে আসতে পারেন।”
অনুষ্ঠানটি আয়োজন করেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.মাহিদুল ইসলাম গফুর।
তিনি বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে এই আয়োজন করা হয়েছে। সামনেও এধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা
বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ নাজমুল হুদা পপন, সাংবাদিক ইনছান আলী, বিএনপিনেতা আব্দুল গফুর দ্বারা, সুমন, এ্যাডঃ সেলিম রানা, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু মেম্বার, জেলা কৃষক দলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম, সরকারি শাহ সুলতান কলেজের সাবেক জিএস সুজাউদ্দৌলা, বাবুল আহমেদ,আলমগীর হোসেন, শাহিন আশরাফ, আঃ করিম, আব্দুস সালাম, সাগর হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘ধানের শীষে ভোট দিন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এই মানবিক আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, শীতের শুরুতেই এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।