
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি দহপাড়ায় স্ত্রী ও দুই শিশুকে হ’ত্যার সন্দিগ্ধ আসামি সেনাসদস্য মোঃ শাহাদৎ হোসেন ওরফে কাজলকে গ্রে’ফতার করেছে পুলিশ। ২৪ নভেম্বর সন্ধ্যা থেকে ২৫ নভেম্বর দুপুরের মধ্যে টিনশেড ঘরটিতে হ’ত্যাকা’ণ্ডটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
২৫ নভেম্বর সকালে স্থানীয়রা তিনজনের র’ক্তা’ক্ত ম’র’দেহ দেখে পুলিশে খবর দেন। নি’হ’তরা হলেন—শাহাদৎ হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিন (২২), কন্যা সাইফা (৩) ও সাত মাস বয়সী পুত্র সাইফ। সবার গলায় ধারালো অ’স্ত্রে’র আ’ঘা’তের চি’হ্ন পাওয়া যায়।
নি’হ’তের মা মোছাঃ রাবেয়া সুলতানার অভিযোগে তাকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ২–৩ জনকে আসামি করে মামলা (নং–৩৭, তারিখ ২৭-১১-২০২৫, ধারা ৩০২/৩৪) রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা ও সার্কেল পুলিশের কর্মকর্তারা। হ’ত্যা:কা’ণ্ডে এলাকায় শো’ক ও ক্ষো’ভের ছায়া নেমে এসেছে।