1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির গণদোয়া! বগুড়া শাজাহানপুরে প্রতারণায় ইজি বাইক ছিনতাই, থানায় অভিযোগ! তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই — হাবিবুর রশিদ সন্ধান! সাধারণ মানুষের আস্হা অর্জনে ব্যস্ত  শাজাহানপুর থানার এসআই আলমগীর হোসেন!  নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরার যোগদান!  আলেম মাওলানা ফরিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া! ​গোবিন্দগঞ্জে হিরোইন-ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার! গোবিন্দগঞ্জের কাটাখালী স্মৃতিস্তম্ভে জঙ্গল, নেই রক্ষণাবেক্ষণ! গোবিন্দগঞ্জে গলাকাটা ও মাথা থেঁতলানো চা বিক্রেতার লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবক আটক! দুপচাঁচিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ  দাদা গ্রেপ্তার!

গোবিন্দগঞ্জের কাটাখালী স্মৃতিস্তম্ভে জঙ্গল, নেই রক্ষণাবেক্ষণ!

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

 মিজানুর রহমান, ​গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

​বিজয়ের মাস ডিসেম্বরে যখন জাতি গভীর শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে, তখন গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর যে বীরদের আত্মত্যাগে স্বাধীনতা এসেছিল, তাঁদের স্মৃতিচিহ্নই আজ চরম অবহেলায় ঢাকা। স্থানীয় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতীক কাটাখালী ব্রীজের শহীদ স্মৃতিস্তম্ভটি বর্তমানে অযত্ন আর অবহেলার শিকার।

​​১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর রসদ ও যুদ্ধাস্ত্র বহনে বাধা দিতে গোবিন্দগঞ্জের দেশপ্রেমিক ছাত্র-জনতা ও মুক্তিযোদ্ধারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাটাখালী ব্রীজটি ভাঙার সিদ্ধান্ত নেন। দূর-দূরান্ত থেকে মানুষ হাতুড়ি, কোদাল নিয়ে ব্রীজের অংশবিশেষ ভেঙে দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই সময়ে পাকসেনাদের কনভয় এসে অতর্কিত গুলিবর্ষণ শুরু করলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শহীদ হন। এই বীর আত্মদানকারী ১১ জন শহীদের নাম আজও স্মৃতিস্তম্ভটিতে খোদাই করা আছে।

বিজয়ের প্রায় অর্ধ-শতাব্দী পরেও, এই ঐতিহাসিক স্থানটির করুণ দশা চোখে পড়ার মতো। সরেজমিনে দেখা যায়, ১১ জন বীরের নামাঙ্কিত স্মৃতিস্তম্ভটি চারপাশ থেকে জঙ্গল আর আগাছায় ঢেকে গেছে। ধুলো-বালিতে মাখামাখি হওয়ায় এর শ্বেতশুভ্র কাঠামো এখন মলিন। রক্ষণাবেক্ষণের অভাবে এটি তার সকল জৌলুস হারিয়েছে।

​স্থানীয় প্রবীণ মুক্তিযোদ্ধা ও সচেতন মহল এই দৃশ্য দেখে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন, “আজ কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। অথচ দেশের জন্য সরাসরি জীবন উৎসর্গকারী বীরদের এই স্মৃতিস্তম্ভটি কেন বছরের পর বছর ধরে এমন অবহেলিত থাকবে? শহীদদের প্রতি আমাদের কি এটাই সম্মান জানানোর ভাষা?”

​মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা কেবল একটি দায়িত্ব নয়, এটি জাতির পক্ষ থেকে শহীদদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের নৈতিক অঙ্গীকার। বর্তমান প্রজন্ম যেন সঠিক ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে, তার জন্য এই পবিত্র স্থানটির মর্যাদা রক্ষা করা অত্যাবশ্যক।

​উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং উপজেলা প্রশাসনের প্রতি স্থানীয় জনগণ তাই জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। অবিলম্বে স্মৃতিস্তম্ভটি পরিচ্ছন্ন, জঙ্গলমুক্ত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় এনে শহীদদের আত্মত্যাগের মহিমাকে সমুন্নত রাখার আহ্বান জানানো হচ্ছে। বিজয়ের মাসে এই অবহেলার চিত্র মুছে দিয়ে জাতি যেন সত্যিকারের শ্রদ্ধার নিদর্শন স্থাপন করতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট