মিজানুর রহমান গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ধারালো দেশীয় অস্ত্রসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম এবং এএসআই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামে অভিযান পরিচালনা করেন।
কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত একটি বাড়িতে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো চাপাতি এবং মাদক বিক্রির নগদ ৩,৭০০ (তিন হাজার সাতশত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন
মেহেদী হাসান সবুজ সরকার (৩৮) কুঞ্জনাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে।
আপেল মাহমুদ (৩০) কুঞ্জনাকাই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
হুমায়ন কবীর (২৮) হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।