মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাহফিলে বয়ান শুরুর পরপরই হঠাৎ মঞ্চে ঢলে পড়ার দুই দিন পর না–ফেরার দেশে চলে গেলেন আলেম মাওলানা ফরিদুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি আড়াই বছর বয়সী একমাত্র পুত্র সন্তানের জনক ছিলেন।
জানা যায়, গত শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআন মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন মাওলানা ফরিদুল ইসলাম। বয়ানের শুরুতেই তিনি হঠাৎ মঞ্চে ঢলে পড়েন। পরে জানা যায়, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা ফরিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, ভক্ত ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। গত ৮ ডিসেম্বর তাঁর নিজ গ্রামের পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন হয়।