বগুড়া শাজাহানপুরে প্রতারণায় ইজি বাইক ছিনতাই, থানায় অভিযোগ!
মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে কৌশলে প্রতারণা করে এক চালকের ইজি বাইক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক মোঃ সাইদুল ইসলাম (৪৯) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে সাইদুল ইসলামের ছেলে মোঃ মাসুদ (১৮) ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। ওই সময় শাজাহানপুরের বি-ব্লক বাজার এলাকা থেকে একজন পুরুষ ও একজন নারী যাত্রী কামারপাড়া-ভোলাবাড়ী যাওয়ার কথা বলে ইজি বাইকে ওঠেন। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তারা আবার সুজাবাদ দহপাড়া গ্রামে যাওয়ার অনুরোধ করেন।
সুজাবাদের একটি মসজিদের সামনে পৌঁছালে ঘটনাটি মোড় নেয়। এর আগেই দুবলাগাড়ী এলাকায় পুরুষ যাত্রীটি নেমে যায়। পরে মসজিদের সামনে এক মোটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তি উপস্থিত ছিলেন। এসময় ওই নারী মাসুদকে মোটরসাইকেল আরোহীর সঙ্গে একটি দোকান থেকে শিশুর দোলনা আনতে বলেন। সরল বিশ্বাসে মাসুদ ইজি বাইকটি রেখে মোটরসাইকেলে উঠে দোকানে গেলেও সেখানে গিয়ে দেখতে পান দোকানটি বন্ধ। কিছুক্ষণ পরে মোটরসাইকেল আরোহী তাকে দোকানের মালিক ডাকতে বলে রেখে চলে যায়।
মাসুদ দ্রুত মসজিদের সামনে ফিরে এসে দেখেন, তার ইজি বাইকটি উধাও। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তিনি ইজি বাইকটি আর উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি তিনি তাঁর বাবাকে জানালে পরিবার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শের পর থানায় অভিযোগ দাখিল করা হয়।
ছিনতাই হওয়া ইজি বাইকটির চেসিস নম্বর YD-DWD2413657 এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা।
ভুক্তভোগী পরিবার দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ইজি বাইক উদ্ধারের দাবি জানায়। পুলিশ অভিযোগটি তদন্তের আওতায় নিয়েছে।