
এস আই সুমনঃ স্টাফ রিপোর্টার,বগুড়া:
বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গণদোয়া
লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা।
তিনি বলেন,দেশমাতা বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে। নির্যাতন চালিয়ে অসুস্থ করে দিয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী। দেশ বিদেশ থেকে চিকিৎসকরা এসে খালেদা জিয়াকে সুচিকিৎসার দিচ্ছেন। বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশের সকল মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল করেছে। গরু ছাগল সদকায়ে জারিয়া দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষরা মন্দিরে প্রার্থনা করেছে। ইনশাআল্লাহ খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারো দেশের মানুষের জন্য কাজ করবেন।
বিশেষ অতিথি হিসেবে গণ দোয়ায় অংশ নেন ও বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন,বিএনপি জাতীয় কেদ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন,জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম,লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাফতুন আহমেদ,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদ,আব্দুস সোবহান। উপস্থিত ছিলেন,সদর উপজেলা বিএনপির সহ সভাপতি জামিউল ইসলাম রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস,প্রচার সম্পাদক আল আমিন পেস্তা,
গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোঃ বজলুর রশিদ,সাধারণ সম্পাদক শাহ আলম জনি, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক,শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা রশিদ,সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রকিব,
লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন, সহ সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত,কামাল পাশা,আবু জিন্নাহ সাকিদার,সারোয়ার হোসেন মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক উকিল, আবু বক্কর সিদ্দিক,টিপু সুলতান সেকুল,বিএনপি নেতা ডাঃ আব্দুল মালেক,ফরিদ উদ্দিন,মাস্টার রফিকুল ইসলাম,মতিউর রহমান মজনু, আপেল মাহমুদ টিটু,গোলাম রব্বানী,টিপু সুলতান, সাইফুল ইসলাম, স্বপন মন্ডল,মকবুল হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, লাহিড়ী পাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বাঁধন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হাসান,সাধারণ সম্পাদক শাহ আলম,সোহান রহমান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আবু হাসান।