
অনলাইন ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। দলীয় সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পদত্যাগের পর ডা. তাসনিম জারা জানান, তিনি আর কোনো রাজনৈতিক দলের পরিচয়ে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। সে লক্ষ্যে তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত দেড় বছরে এনসিপিতে কাজ করার সময় অনেক অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করেছেন। দলীয় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভবিষ্যতের জন্য তাদের শুভকামনা জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. তাসনিম জারার এনসিপি ত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ঢাকা-৯ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।