
মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার :
গাইবান্ধায় গাছ কাটার সময় গাছ চাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্বাসের মোড় এলাকার মধু মিয়া ও মতিউর রহমানের বাড়িতে সকাল থেকে গাছ কাটার কাজ চলছিল।
বিকেলের দিকে পাশের বাড়ির বাসিন্দা ফরিদ মিয়ার ১১ বছর বয়সী মেয়ে ফিহামনি তার দুই বছর বয়সী বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটার দৃশ্য দেখতে যায়।
এ সময় হঠাৎ করে কাটতে থাকা একটি বড় গাছ উপড়ে গিয়ে ওই দুই বোনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।