স্টাফ রিপোর্টার:
জাল হলফনামা দাখিল করাসহ হলফনামায় অসত্য তথ্য দেয়ার অভিযোগে ৩৭ বগুড়া- ২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ'র প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা গেছে , হলফনামায় নোটারীর তারিখ ২৮/১২/২০২৫ তারিখ থাকলেও মাহমুদুর রহমান মান্না স্বাক্ষর করেছেন ২৯/১২/২০২৫ তারিখে। এতে প্রমানিত হয় তার স্বাক্ষর ছাড়া আগের দিন জালিয়াতি করে নোটারী পাবলিক করা হয়েছে। এছাড়াও ফৌজদারি মামলাসহ নানা বিষয়ে অসত্য তথ্য প্রদান ও তথ্য গোপন করেছেন।
এদিকে, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এছাড়াও তিনি ফেরারী আসামী থাকায় অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে।